পাঁচকেলগুড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারল একটি চাপাতার লরি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে ভোলা মোড় থেকে ভালোবাসা মোড় দিকে যাওয়ার পথে হঠাৎই পাঁচকেলগুড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মেরে বৈদ্যুতিক তার ছিড়ে পালানোর চেষ্টা করে চা পাতার লরিটি। এরপর লরিটি কিছুদূর যাওয়ার পর স্থানীয় তরফে লরিটিকে আটক করা হয়।
এই ঘটনার পর সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পাঁচকেলগুড়ি এলাকা। খুটি ভেঙে পড়ায় অগ্নিকাণ্ডেরও ঘটনা ঘটে। এদিন এই ঘটনার জেরে লরি চালককে আটক করে চরম উত্তেজনা ছড়ায় এলাকাবাসীর মধ্যে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে ওই লরি চালককে আটক করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে বৈদ্যুতিক খুঁটির ক্ষতি পরিদর্শনে এবং তার মেরামতের জন্য রাতারাতি পৌঁছায় বিদ্যুৎ কর্মীরা।