বঙ্গভঙ্গ প্রতিবাদ মঞ্চের পক্ষ থেকে বৃহস্পতিবার আয়োজিত হল এক সাংবাদিক সম্মেলন।
প্রসঙ্গত, ভোট পরবর্তী সময় থেকেই বিজেপির বেশকিছু নেতা-মন্ত্রীরা বাংলা ভাগের সমর্থনে বারংবার আওয়াজ তুলছেন, যদিও এ বিষয়ে দলের তরফে জানানো হয়েছে এটি সম্পূর্ণ তাদের ব্যক্তিগত মতামত দলের এতে কোন সমর্থন নেই। তবে যে সমস্ত নেতা-মন্ত্রীরা এই ধরনের মন্তব্য করছেন তাদের মধ্য থেকে অনেকেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে।এই নিয়েই শুরু হয়েছে জল্পনা। এদিন এ প্রসঙ্গে বঙ্গভঙ্গ প্রতিবাদ মঞ্চ নাম না করে বিজেপি তোপ করেন, পাশাপাশি রাজনৈতিক দলকে এই ঘটনার বিরোধিতা করে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। এবিষয়ে তারা বলেন, বিশেষ এক রাজনৈতিক দলের কিছু জনপ্রতিনিধি যারা বাংলাকে ভাগ করার চক্রান্ত শুরু করেছে তাদের বিরুদ্ধে দল বারবার বলছে যে এটা তাদের ব্যক্তিগত রায় দলের কোনো রায় নয়। কিন্তু সেই জনপ্রতিনিধিদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে যার ফলে প্রবাহিত হয় এটা শুধু তাদের ব্যক্তিগত মত নয় এটা তাদের দলের পক্ষ থেকে চক্রান্ত করা হচ্ছে যাতে বাংলাকে ভাগ করা যায়। তাই এই ঘটনার বিরুদ্ধে সরব হওয়া প্রয়োজন বলে জানান তাঁরা।
এর পাশাপাশি করোনার কারণে এই মুহূর্তে পথে নেমে আন্দোলন না হলেও পরবর্তীতে বাংলা ভাগের চক্রান্তকারী উক্তি যা যা করার সমস্ত কিছুই করা হবে বলে এদিন সংগঠনের তরফে সঞ্জীব চক্রবর্তী জানান।