শিলিগুড়ি: রেশন দুর্নীতির অভিযোগ তুলে শিলিগুড়িতে অবস্থিত দার্জিলিং জেলার খাদ্য ভবনে স্মারকলিপি দিল ভারতীয় জনতা পার্টি। উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ সহ শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি নেতা ও কর্মীরা।
খাদ্য বন্টনের ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছে এমনই অভিযোগ করে এক ব্যক্তি ও পরিবারের নাম সরাসরি স্মারকলিপিতে তুলে ধরা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক শংকর ঘোষ ওই ব্যক্তির পাশাপাশি এই দুর্নীতি কাণ্ডে খাদ্য দপ্তরের আধিকারিকদের একাংশ জড়িত বলে অভিযোগ করেন। তিনি বলেন, খাদ্য দপ্তরে যে সমস্ত আধিকারিকেরা রয়েছে তারা কোথায় কিভাবে কাজ করেছে? কোন সামগ্রী কিভাবে বন্টন হয়েছে বিভিন্ন আধিকারিকদের যাবতীয় সম্পত্তি কি রয়েছে সেই সমস্ত বিষয়ে খতিয়ে দেখে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।
এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসকেও কটাক্ষ করেন তিনি। ইতিমধ্যেই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের যে গ্রেফতার করা হয়েছে সেই প্রসঙ্গ তুলে তৃণমূল কংগ্রেসকে এক হাত নেন বিধায়ক।