২১ নং ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস এর উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন।

করোনা অতিমারি পরিস্থিতিতে চরম রক্তসংকটে ভুগছে সমস্ত ব্লাডব্যাংক,হাসপাতাল গুলি। সাধারন সময়ে প্রায়শই রক্তদান শিবিরের আয়োজন করে থাকে বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক সংগঠন। তবে এই সময়ে করোনার আতংকে তেমন রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছেনা। ফলে ব্লাডব্যাংক গুলো রক্তের অভাবে ধুঁকছে। রোগীর পরিবারের লোকেরা হন্যে হয়ে রক্ত খুঁজেও শেষে নিরুপায় হয়ে দালাল দের থেকে অত্যাধিক দামে রক্ত কিনতে বাধ্য হচ্ছে।

এই অচলাবস্থার অবসান ঘটাতে এগিয়ে এলো 21 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস। এদিন 21 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস একটি রক্তদান শিবিরের আয়োজন করে। শিলিগুড়ি লায়ন্স ক্লাবের সহযোগিতায় একটি চলমান ব্লাডব্যাংক এর মাধ্যমে রক্ত সংগ্রহ করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেস এর সভাপতি কুন্তল রায়, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস এর মুখপাত্র বেদব্রত দত্ত, শিলিগুড়ি পুরনিগমের পুরপ্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার সহ একাধিক নেতা-কর্মীরা। এদিন রক্তদানকারী দের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। পরিচালিত রক্তদান শিবির এই শিবিরে 50 জনের অধিক পুরুষ ও মহিলা রক্ত দান করেছেন এবং একজন বিশেষ ভাবে অক্ষম মহিলাকে হুইল চেয়ার দেওয়া হয়েছে। দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি কুন্তল রায় এবং দলের দার্জিলিং জেলা মুখপাত্র বেদব্রত দত্ত জানান, রক্তের অচলাবস্থা অবসানে তৃণমূল যুব কংগ্রেস আরোও রক্তদান শিবিরের আয়োজন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here