কথায় আছে “একটি গাছ, একটি প্রান”।
আর এই মহামূল্যবান বাক্যের অন্তর্নিহিত অর্থকে বাস্তব রূপ দেওয়ার লক্ষ্যে এগিয়ে এলেন ডাবগ্রাম-২ অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক রনি পাল। আজ ডাবগ্রাম -২ স্থিত মধ্যশান্তিনগর এলাকার সৌন্দর্য্যায়ন এবং সবুজায়নের উদ্দেশ্যে এগিয়ে এলেন এই তরুন সমাজসেবক।
এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাবগ্রাম-২ এর মাননীয়া প্রধান সুধা সিংহ চ্যাটার্জি,আশিঘর আউট পোস্ট এর দায়িত্বপ্রাপ্ত অফিসার ইন চার্জ পার্থ সারথি দাস,জেভিয়ার্স ইন্টারন্যাশনাল স্কুল এর প্রিন্সিপাল পল্লব চক্রবর্তী,এলাকার প্রাক্তন উপ-প্রধান দিলীপ দাস,বিশিষ্ট সমাজসেবী কল্পনা পাল সহ এলাকার বিশিষ্টজনেরা।
সমাজসেবক রনি পাল জানান, সমগ্র এলাকা জুড়ে ১০০ টি গাছ লাগানো হবে। পাশাপাশি তিনি সমাজের যুব-সম্প্রদায় কে উদ্ভিদ রোপনে এগিয়ে আসার জন্য আহবান জানান।