সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গেরুয়া শিবিরে যোগ বিকাশের!

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিজেপিতে যোগদান করলো দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা বিকাশ।

কার্যত ২০২২-এর শিলিগুড়ি পুরনিগম নির্বাচনের সময়ে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী করা হয়নি বিকাশ সরকারকে, তার জায়গায় ২৪নম্বর ওয়ার্ডে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী করা হয় প্রতুল চক্রবর্তীকে। ফলে বিকাশ সরকারকে প্রার্থী পদ না দেওয়াই ক্ষোভে ফেটে পড়েছিল বিকাশ সমর্থকেরা, এরপরেই পুরনিগম নির্বাচনে দল ছেড়ে ২৪নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে তৃণমূল প্রার্থী প্রতুল চক্রবর্তী ও বিজেপি প্রার্থী শংকর ঘোষের সঙ্গে পুর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিকাশ সরকার, তবে নির্বাচনের ফল প্রকাশের সময় মাত্র কয়েক ভোটে তৃণমূল প্রার্থী প্রতুল চক্রবর্তীর কাছে পরাজিত হয়ে যায় বিকাশ। তারপর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা ছিল তৃণমূলের এই প্রাক্তন যুব নেতা বিজেপিতে যোগদান করবে কিন্তু সে সময়ে এবিষয়ে কোনো রকম কথা বলেনি বিকাশ সরকার।

শেষমেষ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সমস্ত জল্পনাকে কাটিয়ে রবিবার নিজের হাজারো সমর্থকদের সাথে নিয়ে শিলিগুড়ি মহাত্মাগান্ধী চক থেকে মিছিল শুরু করে হিলকার্ড রোড ধরে শহরের প্রাণ কেন্দ্র হাসমি চকে গিয়ে গেরুয়া পতাকা হাতে তুলে নিল তৃণমূলের প্রাক্তন যুব নেতা বিকাশ সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here