শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং আশিগড় ফাঁড়ির যৌথ উদ্যোগে প্রায় ৭০০ গ্রাম ব্রাউন সুগার সহ ২ জনকে উদ্ধার করল স্পেশাল অপারেশন গ্রুপ।
সূত্রানুযায়ী ধৃত দুই ব্যক্তির নাম দীপক সাহানি, বাড়ি ডালখোলা এবং রঞ্জিত রায় রায়গঞ্জের বাসিন্দা। মালদা থেকে শিলিগুড়িতে বিক্রির উদ্দেশ্যে ব্রাউন সুগার গুলি আনা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং আশিগড় ফাঁড়ির পুলিশ শিলিগুড়ি শহর সংলগ্ন ইস্টার্ন বাইপাসের বানেশ্বর মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পাশাপাশি এই ঘটনার সাথে আরও কেউ যুক্ত রয়েছে কিনা সেবিষয়ে ইতিমধ্যেই খতিয়ে দেখছে পুলিশ। এদিন এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।