বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে শিলিগুড়িতে বৌদ্ধ ধর্মালম্বীদের বর্ণাঢ্য শোভাযাত্রা

পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এদিন বাগডোগরা দাuরাগাওয়ের বুদ্ধমন্দির থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করলো বুদ্ধ অনুরাগীরা।

এদিন শোভাযাত্রাটির আপার বাগডোগরা পানিঘাটা মোর সংলগ্ন দারাগাও এর বুদ্ধ মন্দির থেকে বের হয়। ১৯৭৩ সালে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল সেই অর্থে এদিন বুদ্ধ পূর্ণিমার পাশাপাশি মন্দিরের ৫০ তম বর্ষ পালন করে মন্দির কমিটি। এদিন শোভাযাত্রায় সকল বয়সের বৌদ্ধ ধর্মালম্বীদের অংশগ্রহণ ছিল। চিরাচরিত প্রথায় বৌদ্ধদের বাদ্যযন্ত্রসহ মাথায় পবিত্র ত্রিপিটক বহন করতে দেখা যায়। এর পাশাপাশি পালকিতে সুসজ্জিতভাবে গৌতম বুদ্ধের বিগ্রহ নিয়ে পরিক্রমা করেন শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা।

এদিনের শোভাযাত্রায় লামা দের উপস্থিতি লক্ষণীয়। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকল ধর্ম ও বর্ণের মানুষদের উদ্দেশ্যে বুদ্ধমন্দির কমিটির সভাপতি আকাশ লামা শুভেচ্ছা বার্তা দেন এবং তিনি জানান আজকের দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন এবং আজকের দিনেই তিনি বুদ্ধ্যত্য প্রাপ্তি করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here