হরপা বানে তৃণমূলকে ধুয়ে নিয়ে যাবে বলে কটাক্ষ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
সোমবার শিলিগুড়িতে বাম কার্যালয় অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেন মহম্মদ সেলিম। পঞ্চায়েত নির্বাচন সহ নব জোয়ার কর্মসূচির প্রসঙ্গ তুলে একের পর এক প্রশ্ন তুলে ধরলেন তিনি। তবে শুধু রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস নয় কেন্দ্রের শাসকদল বিজেপিকেও একহাত নেন তিনি।
এছাড়াও এদিন তিনি মোদি, শাহ এবং মমতার প্রতি আক্রমণ শানিয়ে বলেন, ‘সব এক গোয়ালের গরু।’ পাশাপাশি তৃণমূলের নব জোয়ার কর্মসূচির প্রসঙ্গ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কটাক্ষের সুর চড়িয়ে বলেন, ‘মোদির নকল করছেন। ছোট মোদি হওয়ার চেষ্টা চলছে।