মানুষের আরো কাছে পৌঁছাতে তাদের সুবিধা ও অসুবিধার কথা জানতে মুখ্যমন্ত্রী নির্দেশে শুরু হয়েছে মানুষের কাছে চলো কর্মসূচি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব ২৪ নম্বর ওয়ার্ড থেকে শুরু করলো মানুষের কাছে চলো কর্মসূচি।
মূলত ২৪ নম্বর ওয়ার্ডে শনিবার রাত্রি যাপন করে রবিবার সকাল থেকে তরুণ তীর্থ মাঠ সংলগ্ন কালীবাড়িতে পুজো দিয়ে শুরু করে এই কর্মসূচি। ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের মানুষের সঙ্গে কথা বলেন তিনি।
বাদ যায়নি খুদেরাও তাদের সঙ্গেও বেশ কিছুক্ষন সময় কাটান তিনি।