পুজোর মুখে বৃষ্টি, মাথায় হাত বস্ত্র বিক্রেতাদের

শিলিগুড়িঃ সামনেই শারদীয়া দুর্গাপুজো। আর পুজো মানেই নতুন জামা কাপড় পড়ে আড্ডা, প্যান্ডেল হপিং। আর এই পুজোকে ঘিরেই ব্যবসায়ীরা ২টো লাভের মুখ আশা থাকেন। অর্থাৎ বলাই যাই পুজোমুখোর হয়ে থাকেন প্রত্যেকটা ব্যবসায়ী।

ঠিক তেমনি এবছরও পুজোর কয়েক মাস আগ থেকেই নতুন জামা কাপড়ে সেজে উঠে শিলিগুড়ির সমস্ত মার্কেট। তবে সেই মতো বিক্রি হচ্ছিলো, আশা ছিল সকলের অক্টোবরের শুরু থেকেই ক্রেতার সংখ্যাটা আরও বাড়বে বাজারে বাজারে। তবে সেই আশা যেন আশাই থেকে গেলো ব্যবসায়ীদের। দীর্ঘ কয়েক দিনের টানা বৃষ্টিতে ক্রেতার দেখা নেই শিলিগুড়ি একাধিক জামা কাপড়ের দোকানে। শিলিগুড়ির মূল মার্কেট বিধান মার্কেটে ব্যবসায়ীরা এমনি জানালেন। তারা জানান এই এক নাগাড়ে বৃষ্টিতে ব্যবসা একদমই ভালো যাচ্ছে না। যে আশা নিয়ে এতো জিনিস, এতো খরচ করে উঠিয়েছেন দোকানে সেই তুলনায় বিক্রি একদমই নেই। এক কথায় বলতে গেলে ক্রেতার দেখা নেই পুজোর বাজারে। সকাল থেকে দোকান খুলে রাখলেও সারাদিনের বৃষ্টিতে ২-৪ জন ছাতা হাতে কেনাকাটা করতে আসছে। আর বাকি সবাই বেশিভাগই অনলাইনে করে কেনাকাটার উপরে জোর দিয়েছেন বৃষ্টির কারণে।

পাশাপাশি তারা জানান সিকিমের এই ভয়াবহ ঘটনার পর আরও কমে গিয়েছে ক্রেতার সংখ্যা। কারণ হিসেবে তারা জানাচ্ছেন বৃষ্টির মধ্যেও কয়েকদিন আগে পর্যটকদের ভিড় ছিল শিলিগুড়ির বাজারে বাজারে। পাহাড় থেকে বহু মানুষ এসে ছিলেন পুজোর বাজার করেছে এই বৃষ্টিকে মাথায় নিয়েই। তবে গতকালের ঘটনার পর পাহাড় বাসি সহ পর্যটকদের সমতলে আসা এক প্রকার বন্ধ হয় গিয়েছে। যার ফলে আরও ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। সিকিমের ঘটনা যেন গোদের উপর বিষফোঁড়ার মতো মনে হচ্ছে ব্যবসায়ীদের ব্যবসায়ী। এখন দেখার বিষয় পুজোর আগে বাজারে হাল ফেরে কিনা। পুজোর আর তো মাত্র ১৪দিন বাকি। এই ২সপ্তাহে আদেও লাভের মুখ দেখতে পান কিনা এখন সেই দিকেই তাকিয়ে ব্যবসায়ীরা। এখন শুধুই সময়ের অপেক্ষা তিন বোন শিলিগুড়ির ব্যবসায়ীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here