রাজগঞ্জঃ অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ফুলবাড়ি গজলডোবা তিস্তা ক্যানেল রোড ফ্লাইওভার সংলগ্ন এলাকায়। এক ব্যক্তি দেখতে পান তিস্তা ক্যানেলের জলে কিছু একটা বস্তু ভাসছে এরপর সামনে গিয়ে দেখতে পান সেটি কোন বস্তু নয়, এক ব্যক্তির দেহ।
এরপর সেই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় আমবাড়ি ফাঁড়ির পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমবাড়ি ফাঁড়ির পুলিশ। দীর্ঘক্ষণের চেষ্টায় মৃতদেহ উদ্ধার করেন পুলিশ।
যদিও মৃত ব্যাক্তির নাম পরিচয় জানা যায়নি।মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ।এরপাশাপাশি অজ্ঞাত পরিচয় মৃতদেহটি নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।










































