জলপাইগুড়ি:শুক্রবার জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকার সাত নম্বর তিস্তা নদীর স্পার থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করলো এন ডি আর এফ এবং স্থানীয় পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরা।
এদিন মৃতদেহ উদ্ধারে পর এন ডি আর এফ্ দলের ইন্সপেক্টর হরদীপ সিং জানান, তিস্তা নদীর চর থেকে একটি মৃতদেহ উদ্ধার করলাম, আমাদের উদ্ধার করার পর ঘটনাস্থলে উপস্থিত সেনা অফিসার দের মৃতদেহ টি দেখালে ওনারা অনুমান করছেন মৃত ব্যাক্তি ভারতীয় সেনার সদস্য, সিকিমের বিপর্যয়ে পরে ওনার মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এন ডি আর এফ্ ০২ ইউনিট তিস্তা নদী থেকে মোট তিনটি মৃতদেহ উদ্ধার করলাম।
অপরদিকে ঘটনাস্থলে দাড়িয়ে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মন্ডল জানান,সিকিমে বিপর্যয়ের পর থেকেই আমরা রাজ্য পুলিশ এবং এন ডি আর এফ মিলে তিস্তা নদীর বুকে সার্চ অপারেশন চালিয়ে যাচ্ছি, আজও একটি মৃতদেহ উদ্ধার করা হলো।









































