দার্জিলিংঃ পুজোর প্রাক মূহুর্তে নকশালবাড়ি বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল শিলিগুড়ি পুর নিগম ও শিলিগুড়ি মহকুমা পরিষদ।
এদিন ৩৮জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চেক প্রদান করা হয়। পুর নিগম ও মহকুমা পরিষদের যৌথ উদ্যোগে। বুধবার নকশালবাড়ি বাজারে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৪০হাজার টাকার চেক প্রদান করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ পুর কাউন্সিলর ও মহকুমা পরিষদের কর্মাদক্ষরা। মেয়র জানান পুর নিগম ও মহকুমা পরিষদ মিলে এই আর্থিক সহায়তা করা হল। এই প্রথম শিলিগুড়ি পুর নিগম পুর নিগমের বাইরে এই ধরনের আর্থিক সহায়তা করল বলে মেয়র জানান। পাশাপাশি বিজেপির বিধায়ক ও সাংসদের ভূমিকা নিয়ে কটাক্ষ করেন তিনি।
সিকিমের ঘটনায় কেন্দ্রীয় সরকার সহযোগিতা করলেও কালিম্পঙে সহযোগিতা না করায় ক্ষোভ প্রকাশ করেন মেয়র। অন্যদিকে এদিন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান মাটিগাড়া নকশালবাড়ির বিজেপির বিধায়ক আনন্দময় বর্মন। এদিন নকশালবাড়ি ব্যবসায়ী সমিতিকে এক মাসের বেতন তুলে দেন বিধায়ক। আগামী দিনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।









































