আলিপুরদুয়ার:- রবিবার সকালে উদ্ধার হল মাঝ বয়সী পুরুষ লেপার্ডের মৃতদেহ। আলিপুরদুয়ার জেলার উত্তর দলগাঁও বস্তি এলাকা থেকে লেপার্ডের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এদিন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। লেপার্ডটা কবে,কী ভাবে মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো এদিন সকালেও স্থানীয় বাসিন্দারা কাজে বের হন। তখন তাঁরাই চাষের জমির উপরে একটি মৃত লেপার্ড পড়ে থাকতে দেখেন। এদিকে খবর পেয়েই বনকর্মীরা ঘটনাস্থলে যায়।
ঠিক কী কারণে লেপার্ড টি মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পরেই জানা যাবে বলে বনকর্মীরা জানিয়েছেন। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।