৫৩ তম বর্ষে আমরা সবাই স্পোর্টিং ক্লাবের এবছরের থিম ‘রাজ রাজেশ্বরি,রানী রুপে মা’

প্রত্যকবছর আকর্শনীয় পুজা মন্ডপ উপহার দিয়ে থাকে পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের সুর্যসেন কলোনীর আমরা সবাই স্পোর্টিং ক্লাব।বিগত সময় মন্ডপের পাশাপাশি রসগোল্লা,সহ একাধিক থিমের প্রতিমা বানিয়ে তাক লাগিয়েছিল শহরবাসীকে।ব্যাতিক্রম নয় এবারও।

এবারে তাদের ৫৩ তম বর্ষে বিশেষ আকর্শন কাল্পনিক চিন্তা ভাবনায় “রাজ রাজেশ্বরি,রানী রুপে মা”। এবারও দর্শকদের মন জয় করবে তাদের এই থিম বলে আশাবাদী পুজা উদ্যক্তারা।রবিবার খুটি পুজার মধ্য দিয়ে শুরু হল প্যান্ডেল বানানোর কাজ।

পুজো কমিটির সম্পাদক সত্যজিৎ সিংহ রায় জানান,,তাদের এই পুজা দর্শকদের মন জয় করবে।পাশাপাশি সমাজসেবা মুলক কাজের পাশাপাশি পুজোর কদিন ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক প্রচার চালাবে তারা।।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here