আলিপুরদুয়ার:রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইকের আলিপুরদুয়ারের ফ্ল্যাটে অস্ত্র নিয়ে দুষ্কৃতী হামলা।আটক তিন।আলিপুরদুয়ারে রাতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। অস্ত্র নিয়ে ঘুরছে দুষ্কৃতীকারীরা।
জানা গিয়েছে, বুধবার রাত এগারটা নাগাদ কয়েকজন দুষ্কৃতী রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইকের ফ্ল্যাটে ঢোকে।তারা জনৈক্য খোকনের খোঁজে এসে ঢুকে পরে রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইকের E4 ফ্ল্যাটে।তখন তার ফ্ল্যাটে দলীয় গুরুত্বপূর্ণ মিটিং চলছিল।তৃনমূল কর্মীরা তাদের ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়।তারা চপার জাতীয় অস্ত্র নিয়ে এসেছিল।তা পুলিশ উদ্ধার করেছে।
এবিষয়ে ফ্ল্যাটের সেক্রেটারি নিলাদ্রি বসু বলেন,এদিন রাত এগারো টা নাগাদ তিন জন এসে ফ্ল্যাটে ঢোকে। ফ্ল্যাটের কেয়ারটেকার কে টেনে হেঁচড়ে লিফটের সামনে নিয়ে যায়। কেয়ারটেকারকে মারধোর করে।ওরা E4 ফ্ল্যাটে যাওয়ার উদ্যাগ নেয় এরপরেই তৃনমূল কর্মীরা তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়।