শিলিগুড়ি: শারদোৎসব শেষ হয়ে গেলেও চা বাগানে বোনাস নিয়ে শ্রমিক মালিক অষন্তোষ অব্যহত। পুজোর আগে চা শ্রমিকরা ২০ শতাংশ বোনাসের দাবিতে অনড় ছিল। তবে শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠকে ১৯ শতাংশ বোনাসের সিদ্ধান্ত হয়। তবে কিছু চা বাগান তা মানতে নারাজ।
তেমনই শিলিগুড়ি মহকুমার বাগডোগরা তিরহানা চা বাগান কতৃপক্ষ ১৮ শতাংশ বোনাস দেওয়ার কথা বলে। তবে তা দুর্গাপুজোর আগে নয়, দেওয়া হবে কালীপুজোর আগে। এদিকে শ্রমিকরা ১৮ শতাংশের পরিবর্তে ১৯ শতাংশ বোনাসের দাবিতে অনড় থাকে। তাই ১৯ শতাংশ বোনাসের দাবিতে এদিন তিরহানা চা বাগানের ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখতে থাকে চা শ্রমিকরা। বৃহস্পতিবার দ্রুত বোনাস প্রদানের দাবি সহ ১৯ শতাংশ বোনাসের দাবিতে বাগডোগরার তিরহানা চা বাগানে সকাল থেকেই ম্যানেজারকে ঘেরাও করে চলে বিক্ষোভ।
মূলত, বুধবার শিলিগুড়িতে শ্রম দপ্তরে ত্রিপাক্ষিক বৈঠকে ১৮% বোনাসে সহমত হয়েছিল শ্রমিক সংগঠন। সেই অনুযায়ী কালীপুজোর আগেই বোনাস দেওয়ার কথা থাকলেও, শ্রমিক সংগঠনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তকে আমল না দিয়ে ১৯ শতাংশ বোনাসের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাবেন বলে শ্রমিকেরা পরিষ্কার জানিয়ে দেন। তবে বাগান ম্যানেজার জানান, গতকাল বৈঠকে ১৮ শতাংশ বোনাস ঠিক হয়। তা আগামী ৯ তারিখের মধ্যে প্রদানের কথা দেওয়ার পরও চা শ্রমিকরা ১৯ শতাংশ বোনাসের দাবিতে বিক্ষোভ করছে।