এক প্রতিবেশীর মামলায় আর এক প্রতিবেশীর অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হল শিলিগুড়িতে

শিলিগুড়ি: হাইকোর্টের নির্দেশে শিলিগুড়ি পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের এক মহিলার অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনি এলাকায় ।

পুলিশের উপস্থিতিতে ওই এলাকার একটি অবৈধ বাড়ি ভাঙল শিলিগুড়ি পুরনিগম। পুরনিগম সূত্রে জানা গিয়েছে, প্রায় এক বছর আগে এই অবৈধ নির্মাণ তৈরির কাজ শুরু হয়। শেষে ওই এলাকারই এক বাসিন্দা এই বিষয়ে পুরনিগমকে অভিযোগ জানান। পুরনিগমের তরফে তিনবার নোটিশ পাঠানো হলেও বাড়ির মালিক কর্ণপাত করেননি বলে অভিযোগ। পরবর্তীতে ওই অবৈধ নির্মাণ নিয়ে আদালতে মামলা করেন প্রতিবেশী।

সেই মামলার ভিত্তিতে এবং আদালতের নির্দেশ অনুযায়ী এদিন সেই বাড়ি ভাঙা হয়। এদিন অবৈধ নির্মাণ ভাঙা হয় সুর্যসেন কলোনীর এ ব্লকের বাসিন্দা আরতী দে’র। আরতি দে’র অভিযোগ, প্রতিবেশীর বাড়িতে বরফ ভাঙার মেশিনের কাজ হত। তাতে এলাকার বাড়ি ঘরে ফাটল ধরায় পুরনিগমে অভিযোগ করে সেই কাজ বন্ধ করে দেওয়া হয়। আর তাতেই প্রতিহিংসায় তার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। যদিও অভিযোগকারী জানান একজন সু নাগরিক হিসেবে অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব হন তারা। অভিযোগকারীরা আদালতের রায় ও পুরনিগমের ভুমিকার প্রশংসা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here