কঠিন বজ্য ব্যবস্থাপনায় ৯ কোটি ৮৪ লক্ষ টাকা বরাদ্দ পেল বালুরঘাট পুরসভা। রাজ্যের মাধ্যমে এই বরাদ্দ মিলতেই সাধুবাদ জানালো পুর কর্তৃপক্ষ।
সোমবার এই প্রসঙ্গ নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন পুরসভার চেয়ারম্যান সহ জন প্রতিনিধিরা। মূলত, বালুরঘাট শহরের অদূরে ডাঙি এলাকায় রয়েছে বালুরঘাট পুরসভার একটি ভাগাড়। সেখানেই কঠিন বজ্য ব্যবস্থাপনার প্রকল্প হাতে নিয়েছে পুরসভা। ৪৮ লক্ষ টাকা ব্যয়ে ক্যাটেল গেট, রাস্তা সহ বেশকিছু কাজ হয়েছে। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়নের জন্য এবার নতুনভাবে বরাদ্দ মিলল।
এবিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, ভাগারের ৭৫ শতাংশ আবর্জনা সরিয়ে ফেলা হয়েছে। সেখানে সিসিইউ, বন সৃজন, ঘেরা, বিল্ডিং সহ আরও অনেক কাজ হবে। এজন্য ফান্ডের আবেদন করা হয়েছিল। অবশেষে ৯ কোটি ৮৪ লক্ষ টাকা বরাদ্দ মিলেছে। এজন্য রাজ্য সরকারকে সাধুবাদ জানান তিনি। এর পাশাপাশি আগামী দু চারদিনের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু করবেন বলেও এদিন জানান তিনি।