দার্জিলিংঃ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাগডোগরায়।
এদিন বাগডোগরা বিহার মোড়ের ফ্লাইওভারে কাঁদা মাখা অবস্থায় এই মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান রাতের অন্ধকারে রাস্তা থেকে পড়ে গিয়ে এই মৃত্যুর ঘটনা ঘটতে পারে।
ইতিমধ্যেই গোটা ঘটনায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃতের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।