বার্ড ফ্লু- এর ঘটনা খতিয়ে দেখতে মালদায় এলেন স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল

বার্ড ফ্লু- এর ঘটনা খতিয়ে দেখতে মালদায় এলেন স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল।

প্রসঙ্গত, পাঁচ বছরের মাথায় ফের বার্ড ফ্লু আতঙ্ক ৷ ২০১৯ সালে শেষবার বার্ড ফ্লুয়ে আক্রান্তের সন্ধান মিলেছিল বাংলাদেশ ও পুণেতে ৷ তারপর দেশে এই রোগের কথা আর তেমন শোনা যায়নি। কিন্তু এবার মালদার কালিয়াচক ১ নম্বর ব্লকে চার বছরের এক শিশুর রক্তে ব্লাড ফ্লু’র জীবাণু ধরা পড়েছে। শুধু রাজ্য স্বাস্থ্য দফতর নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সেই বার্তা দিয়েছে। এই কথা চাউর হতেই রাজ্যজুড়ে শোরগোল পড়েছে । জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি জানিয়েছিলেন শীঘ্রই পরিস্থিতি খতিয়ে দেখতে জেলায় আসবেন রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ৷ সেই মতোই মালদার কালিয়াচকের সিলামপুর গ্ৰামীণ হাসপাতালে পৌঁছায় ওই প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে আছেন ডঃ দীপঙ্কর মাঝি সহ তিন জন। ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে বৈঠক করেন। ওই ঘটনার বিস্তারিত আলোচনা হয় বৈঠকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here