১৬জুন বন্ধ হতে চলেছে ডুয়ার্সের জঙ্গল, কিন্তু তার আগে নেই পর্যটকদের দেখা

আলিপুরদুয়ার: আগামী ১৬ জুন বন্ধ হতে চলেছে ডুয়ার্সের জঙ্গল। তবে জঙ্গল বন্ধের মুখে পর্যটকদের দেখা নেই জলদাপাড়া জঙ্গল ঘেরা আলিপুরদুয়ারের কোদালবস্তি, চিলাপাতা সহ অন্যান্য পর্যটন কেন্দ্রে। ফলে চিন্তার ভাঁজ পর্যটন ব্যবসা সাথে যুক্ত এই সমস্ত পর্যটনকেন্দ্রের সবায কপালে।

এবছর জঙ্গল বন্ধ হওয়ার মুখে আলিপুরদুয়ারের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের সংখ্যা অনেকটাই কম বলে দাবি পর্যটক ব্যবসায়ীদের। আর এর ফলে চিন্তিত পর্যটন ব্যবসা সাথে যুক্ত সাফারি চালক, গাইড, লোকশীল্পি, হোম স্টে মালিকরা।

এবছর গরমের ছুটিতে পর্যটক আসে নি বললেই চলে। আর একদিন বাদে তিন মাসের জন্য বন্ধ হয়ে যাবে জঙ্গল। আর জঙ্গল বন্ধ হওয়ার মুখে পর্যটকের দেখা না মেলায় মাথায় হাত পর্যটন ব্যবসায়ীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here