আলিপুরদুয়ার:-লাগাতার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত ডুয়ার্স।
মূলত, বৃহস্পতিবার রাত থেকে অঝোরে বৃষ্টি হচ্ছে ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলায়। শুক্রবার সকাল থেকেও প্রবল বৃষ্টি শুরু হয়েছে । গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে ১৪০. ২০ মিমি হাসিমারায় বৃষ্টি হয়েছে ১৫১ মিমি।
বৃষ্টির কারণে শহরের রাস্তায় পথচলতি মানুষের সংখ্যা ছিল কম। এই বৃষ্টির ফলে জেলার বিভিন্ন নদী নালায় জল জমতে শুরু করেছে। তোর্ষা, কালজানি, সহ বিভিন্ন নদীর জল বেড়েছে যদিও এখন অবধি সতর্কতা নেই কোনো নদীতে।