অনবরত বৃষ্টির কারণে পাহাড়ি নদী গুলো ফুলে ফেঁপে উঠেছে

পাহাড় থেকে সমতলে অনবরত বৃষ্টি চলছেই। আর অনবরত বৃষ্টির কারণে পাহাড়ি নদীগুলো ফুলে ফেঁপে উঠেছে।

এর পাশাপাশি আস্তে আস্তে জল বাড়ছে সমতলের নদীগুলোর। তবে গতকাল তিস্তা নদী ভয়ানক রুপ ধারণ করেছিল। যেকারণে আতঙ্ক ছড়িয়েছিল তিস্তা পারের বাসিন্দাদের মধ্যে। এমনকি জেলা প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল। তবে পরবর্তীতে আর জল বাড়েনি তিস্তার। বরং কিছুটা জল কমেছে তিস্তার। যেকারণে কিছুটা আতঙ্কমুক্ত তিস্তা পাড়ের বাসিন্দারা।

তবে আকাশে এখনো মেঘ রয়েছে এবং বৃষ্টি চলছে। সেক্ষেত্রে ফের জল বাড়তে পারে। এদিকে গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে ১৫৫০ কিউমেক জল ছাড়া হয়েছে বলে জানা গিয়েছে পরিস্থিতির ওপর নজর রেখেছে প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here