রাজগঞ্জঃ ফুলবাড়িতে উদ্ধার মর্টার শেল, চাঞ্চল্য এলাকায়।শুক্রবার ফুলবাড়ি আমায়দীঘি এলাকার বাংলা-ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন একটি গাড়ির পার্কিং থেকে এই মর্টার শেলটি উদ্ধার হয়। ঘটনায় নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, ফুলবাড়ি এলাকায় একটি পার্কিংয়ে ডাম্পারে করে তিস্তা থেকে বালি-পাথর আনা হয়েছিলো। সেই বালি-পাথর চালনি করার সময এই বিস্ফোরক মার্টার শেলটি বেরিয়ে আসে।
এদিকে ঘটনার খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। পুলিশ এসে সেই মর্টার সেলটি উদ্ধার করে নিয়ে যায়। অনুমান করা হচ্ছে গতবছর পাহারে প্রাকৃতিক বিপর্যয়ের পর তিস্তা নদীতে বহু মর্টার শেল বিস্ফোরক ভেসে আসে। এই মর্টাল শেলটি তিস্তার থেকে বালি-পাথর আনার সঙ্গে চলে আসতে পারে বলে অনুমান পুলিশের।