চিকিৎসা চলাকালীন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মৃত্যু হল ছয় বছরের শিশু কন্যা স্নেহা মন্ডলের। ঘটনায় আহত তার বাবা মহিলাল মন্ডল হাই স্কুলের শিক্ষক এবং মা ছবি মন্ডল স্থানীয় পঞ্চায়েত সদস্য বর্তমানে তারাও চিকিৎসাধীন রয়েছে।
জানা গিয়েছে, তাদের বাড়ি মালদার সামসি কালিগঞ্জ এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার বাসিন্দা মহিলার মন্ডল ও তার স্ত্রী ছয় বছরের শিশুকন্যা স্নেহা মন্ডলকে নিয়ে শিলিগুড়ি যান বিশেষ কাজে ফেরার সময় তারাও দুর্ঘটনার কবলে পড়ে। এরপর তাদের তিনজনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়।
চিকিৎসা চলাকালীন এদিন সকালে মৃত্যু হয় ছয় বছরের শিশু কন্যার। তবে এই মৃত্যুর সংবাদ এখনও গ্রামে এসে পৌঁছায়নি।