শিলিগুড়ির রাঙাপানি নির্মলজোত এলাকায় ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে এলেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের DRM সুরেন্দ্র কুমার গুপ্তা।
মঙ্গলবার সকালে তিনি ওই এলাকায় যান এবং বর্তমানে ট্রেন লাইন স্বাভাবিক করার যে কাজ চলছে তা খতিয়ে দেখেন।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, দুর্ঘটনার পর থেকেই রেলকর্মীরা তৎপরতার সঙ্গে বিপর্যয় মোকাবেলা এবং লাইন স্বাভাবিক করার কাজ শুরু করে।গতকাল সন্ধ্যার মধ্যেই আপ লাইনে ডিজেল ইঞ্জিন দিয়ে ট্রায়াল রান হয়।এদিন সকালে ডাউন লাইনেও ইলেকট্রিক লোকো দিয়ে ট্রায়াল হয়।কয়েক ঘন্টার মধ্যে দুটি লাইনই স্বাভাবিক হয়ে যাবে বলে জানান তিনি। এরপরেই এদিন ডাউন লাইনে কামাখ্যা-গান্ধিধাম এক্সপ্রেস ট্রেনটি সফলভাবে চলাচল করে। মূলত, ডাউন লাইনে সোমবার শিলিগুড়ির ফাঁসিদেওয়ার কাছে নিজবাড়িতে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৫০ জন আহত। তাঁদের মধ্যে কয়েকজনের চোট গুরুতর। একই লাইনে দুটি ট্রেন কীভাবে চলে এল, তার তদন্তের যেমন দাবি উঠেছে, পাশাপাশি কবচ সিস্টেম ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মতো ট্রেনগুলিতে এলএইচবি কোচের দাবিও উঠেছে।
এবিষয়ে DRM সুরেন্দ্র কুমার গুপ্তা বলেন, এই দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু হচ্ছে।সোমবার এবং মঙ্গলবার ২ দিনের প্রত্যক্ষদর্শী,রেল কর্মীসহ সকলকে জিজ্ঞাসাবাদ করা হবে কিছু গাফিলতির অভিযোগ উঠে এসেছে তা যাচাই করে দেখা হবে বলে জানান তিনি।