খুনের অভিযোগের তিন বছরের মধ্যেই সাফল্য পেলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। অভিযোগ প্রমানিত হওয়ার পর যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলো এক ব্যক্তি। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম রাজেশ ওড়াও। তার বাড়ি ভোরের আলো থানার অন্তর্গত শিমুলগুড়ি এলাকায়।
শুক্রবার সাংবাদিক সম্মেলন করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট রাকেশ সিং জানান, ২০২১ সালের মে মাসে একটি খুনের ঘটনা ঘটে। শিমুলগুড়ি এলাকার বাসিন্দা রাজেশ ওড়াও ও তার প্রতিবেশি গনেশ ওড়াওয়ের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বচসা বাঁধে। এরপর গনেশ ওড়াওকে(২৭ বছর) ধারলো অস্ত্র দিয়ে আঘাত করে রাজেশ ওরাও(২৭ বছর)। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে এলে তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর গনেশ ওড়াওয়ের পিতা নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পাঁচ ঘন্টার মধ্যেই তদন্তে নেমে রাজেশ ওড়াওকে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতকে হেফাজতে নিয়ে আঘাত করা রক্তমাখা অস্ত্র উদ্ধার করা হয়। তদন্তকারী অফিসার সন্দীপ দত্ত ২০২১ সালের জুলাই মাসে জলপাইগুড়ি আদালতে ৩০২ আইপিএস ধারায় সমস্ত তথ্য প্রমাণ সহ চার্জ সিট দাখিল করেন। এরপর গত সেপ্টেম্বর মাসের ২৬ তারিখ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জলপাইগুড়ে আদালত রাজেশ ওড়াওকে দোষী সাবস্ত করে। তাতে রাজেশ ওড়াওকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের সাজা ঘোষণা করে আদালত। সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর জেল।