অক্টোবরেই দূষণ পরিস্থিতি দিল্লিতে, যমুনায় বিষাক্ত ফেনা

যমুনা নদীতে (Yamuna River) ভেসে বেড়াচ্ছে বিষাক্ত ফেনা। সোমবার সকালে দিল্লির (Delhi) কালিন্দি কুঞ্জ এলাকায় যমুনা নদীর পৃষ্ঠে হঠাৎই দেখা মেলে সাদা পেঁজা তুলোর মত ফেনা ভাসছে। বরফের চাঁইয়ের মত তা ভেসে বেড়াচ্ছে নদী জুড়ে। আর তার মাঝেই স্নানে নেমেছেন বেশ কিছু স্থানীয়। জলে চলছে নৌকাও।

শীত আসতেই প্রতিবছর দিল্লিতে বায়ু দূষণের মাত্রা বাড়তে থাকে। এবারেও তার অন্যথা হয়নি। অক্টোবর মাসের মাঝামাঝি সময়েই দিল্লির বাতাসের গুণগত মান নামতে শুরু করেছে। যা নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনের।
অন্যদিকে, বায়ুদূষণের মধ্যেই দিল্লিতে যমুনাতেও দূষণের দৃশ্য ধরা পড়ল। শুক্রবার দেখা যায়, যমুনার জল সাদা ফেনায় ঢেকে গিয়েছে। বিভিন্ন কারখানার রাসায়নিক জলে মেশার কারণে এই ফেনার সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন পরিবেশবিদরা। গত বছরেও এ রকম ফেনা ভাসতে দেখা গিয়েছিল যমুনার জলে। দিল্লি জল বোর্ড এর পক্ষ থেকে সেই ফেনা দ্রুত সরানোর ব্যবস্থা করা হয়েছে। শীত আসলেই যাতে ধোঁয়াশায় গ্যাস চেম্বারে পরিণত না হয় দিল্লি, সেদিকে নজর রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here