ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে শিলিগুড়িতে উদ্বোধন হল নির্মলা মাতাজীর আশ্রম

শিলিগুড়ি: মহা সাড়ম্বরে উদ্বোধন হল শিলিগুড়িতে নির্মলা মাতাজির আশ্রম শ্রী আদিশক্তি ধাম। শিলিগুড়ির সাহুডাঙ্গি ঠিকনিকাটা এলাকায় ১২ কাঠা জমিতে তৈরী করা হয়েছে এই আশ্রম। রবিবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি সিকিম, কলকাতা, দিল্লি, নেপাল ভুটান থেকেও প্রচুর ভক্তরা এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন।

রবিবার সকাল থেকেই সাজো সাজো রব গোটা আশ্রমে। পার্শ্ববর্তী চা বাগান সংলগ্ন এলাকা থেকে শুরু করে সুসজ্জিত যাত্রার মধ্য দিয়ে আশ্রমের ভিতর পাল্কি করে মাতাজির প্রতিকৃতি নিয়ে আসা হয়। পাশাপাশি ঢাকের তালে তালে ধুনুচি নাচ ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শোভাযাত্রার মাধ্যমে নবনির্মিত মন্দিরে নিয়ে আসা হয় মাতাজির প্রতিকৃতি। এরপর মন্ত্র উচ্চারনের সঙ্গে যজ্ঞানুষ্ঠান করা হয়। সেই সঙ্গে এদিন এই দিনটি উপলক্ষ্যে দিনভর পুজোপাঠের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান সহ একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই চলছে প্রসাদ বিতরণ পর্ব। জানা গিয়েছে রাত্রে আলোক সজ্জায় সজ্জিত করা হবে গোটা আশ্রম সহ আশ্রম চত্তরটি। এদিনের বিশেষ দিনটি উপলক্ষ্যে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে চোখে পড়ার মতো।

মুলত যোগ সাধনার মধ্য দিয়ে কুন্ডলিনী জাগরনের মাধমে সাধারণ মানুষের মানসিক ও শারিরীক সমস্যা নির্মুল করাই নির্মলা মাতাজির মুল মন্ত্র। তাই সহজ যোগের মাধ্যমে কিভাবে মানসিক ও শারিরীক বিকাশ ঘটে সেই পথের সন্ধান দিয়ে থাকেন নির্মলা মাতাজী বলে ভক্তদের দাবি। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সমতল সভাপতি পাপিয়া ঘোষ, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলি শীল সিনহা সহ বিভিন্ন প্রান্তের ভক্তবৃন্দরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here