শিলিগুড়ি: নতুন দায়িত্ব পাওয়ার পর উত্তরবঙ্গ সফরে একগুচ্ছ রাজনৈতিক কর্মসূচি নিয়ে শিলিগুড়িতে বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য।
সোমবার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেই তিনি রওনা হন জলপাইগুড়ির মাধব ভবনের উদ্দেশে। সেখান থেকে দুপুর ১২:৩০টায় আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেবে। পাশাপাশি আরো জানা যায় বিকেল ৩:৩০টায় আলিপুরদুয়ারে পৌঁছে তিনি অংশ নেন একটি সংবর্ধনা সভায়।
এরপর মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১০টায় আলিপুরদুয়ার থেকে রওনা হয়ে পৌঁছাবে কোচবিহারে। সেখানে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে সংবর্ধনা সভা। তারপর দুপুরে ময়নাগুড়ি ও সন্ধ্যায় শিলিগুড়িতে পৌছাবে বিজেপির রাজ্য সভাপতি।
বুধবার (১৬ জুলাই) দুপুরে শিলিগুড়ি বিজেপি দপ্তরে একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ যোগ দেওয়ার কথা রয়েছে। এরপর বিমানবন্দরের কলকাতার উদ্দেশ্যে ফিরে যাবে।
উত্তরবঙ্গে বিজেপির সাংগঠনিক শক্তি মজবুত করতেই এই সফর বলে রাজনৈতিক মহলের অভিমত।