মহাকাশযাত্রার সমাপ্তি, আইএসএস থেকে পৃথিবীর পথে শুভাংশুরা

দীর্ঘ দিন মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীর দিকে যাত্রা শুরু করলেন মহাকাশচারী শুভাংশু মিশ্র ও তাঁর সহযাত্রীরা। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (ISS) থেকে সফলভাবে বিচ্ছিন্ন হয়ে তারা এখন পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে এগোচ্ছেন। এই যাত্রাকে কেন্দ্র করে উৎকণ্ঠা ও উচ্ছ্বাসে ভরপুর গোটা বৈজ্ঞানিক মহল।

শুভাংশু মিশ্র, যিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) ও আন্তর্জাতিক মহাকাশ সংস্থা NASA-র যৌথ উদ্যোগে মহাকাশে পাঠানো হয়েছিল, তিনি বিগত ছয় মাস ধরে আইএসএস-এ বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ গবেষণায় যুক্ত ছিলেন।

মহাকাশ কেন্দ্র থেকে পৃথিবীতে ফিরে আসার সময় ড্রাগন ক্যাপসুল ব্যবহার করা হচ্ছে। NASA জানিয়েছে, ফেরার যাত্রা সম্পূর্ণ নিরাপদ ও নিয়ন্ত্রিত। ক্যাপসুলটি প্রশান্ত মহাসাগরের নির্ধারিত অঞ্চলে অবতরণ করবে বলে জানা গেছে।

এই মিশনের মাধ্যমে পৃথিবীর কক্ষপথে মানব বসবাস, প্রাণীজ জৈববিজ্ঞান সহ নভোশারীরবিজ্ঞান সংক্রান্ত বহু মূল্যবান তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে। মহাকাশে দীর্ঘ সময় কাটানোর পর এবার নতুন অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরছেন শুভাংশুরা।

বিজ্ঞানীমহলের আশা, এই মিশনের অভিজ্ঞতা ভবিষ্যতে আরও বৃহৎ মহাকাশযাত্রার ভিত্তি গড়বে। আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ভূমিকা ও শুভাংশুর দৃঢ়তা।

তাঁদের নিরাপদ প্রত্যাবর্তনের অপেক্ষায় এখন গোটা বিশ্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here