জম্মু-কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা: গভীর খাদে পড়ে গাড়ি, মৃত ৫, জখম ১৯
শ্রীনগর: জম্মু-কাশ্মীরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। মঙ্গলবার সকালে একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৫ জনের। গুরুতর জখম হয়েছে ১৯ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনাটি ঘটেছে জম্মুর ডোডা জেলার ত্রানখেল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটি একটি পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সোজা খাদে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নামে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর জখমদের উন্নত চিকিৎসার জন্য শ্রীনগর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।