ভারতীয় রেলের বড় ঘোষণা, টিকিট বুকিংয়ে মিলবে ২০% ছাড়, জেনে নিন নতুন নিয়ম

উৎসবের মরসুমে যাত্রীদের স্বস্তি দিতে নতুন পরিষেবা চালু করল ভারতীয় রেল। এবার ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে রাউন্ড ট্রিপ প্যাকেজ নামক একটি পরীক্ষামূলক প্রকল্পের অধীনে যাত্রীরা বিশেষ ছাড় পাবেন। এই প্যাকেজের মাধ্যমে একই যাত্রীর জন্য অগ্রিম এবং প্রত্যাবর্তনের দুটি টিকিট একসঙ্গে বুক করলে ফিরতি টিকিটের মূল ভাড়ার উপর ২০% ছাড় দেওয়া হবে।

রেল জানিয়েছে, উৎসবের সময় যাত্রীদের ভিড় সামলানো এবং রেলের সব ট্রেন যাতে উভয় দিকেই ব্যবহার করা যায়, তা নিশ্চিত করতে এই বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। এই প্রকল্পের অধীনে বুক করা টিকিট কেবলমাত্র অগ্রিম এবং প্রত্যাবর্তনের দুই ক্ষেত্রেই নিশ্চিত (কনফার্ম) হলেই প্রযোজ্য হবে। এই ছাড় শুধুমাত্র একই গন্তব্যের জন্য একই শ্রেণির টিকিটের ক্ষেত্রে কার্যকর হবে। বিশেষ ট্রেন সহ সমস্ত ধরনের ট্রেনে এই পরিষেবা পাওয়া যাবে, তবে ফ্লেক্সি ফেয়ারের ট্রেনগুলির জন্য এটি প্রযোজ্য নয়। এই প্রকল্পের আওতায় টিকিট বাতিল করলে কোনো রিফান্ড পাওয়া যাবে না এবং টিকিটে কোনো পরিবর্তনও করা যাবে না।

এই টিকিটগুলি অনলাইনে বা কাউন্টার থেকে উভয় ক্ষেত্রেই বুক করা যাবে, তবে উভয় টিকিট একই মাধ্যম থেকে বুক করতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, ১৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে এবং এরপর ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে ভ্রমণের জন্য এই ছাড় প্রযোজ্য হবে। এতে প্রত্যাবর্তনের যাত্রার জন্য অগ্রিম সংরক্ষণের (এআরপি) সময়সীমা প্রযোজ্য হবে না। ভ্রমণপিপাসু যাত্রীদের জন্য রেলের এই পদক্ষেপের ফলে যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here