দিঘায় প্রথম জন্মাষ্টমী উৎসবে ভক্তদের ঢল জগন্নাথ মন্দিরে

দিঘা: সৈকত নগরীতে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর প্রথমবার আয়োজিত জন্মাষ্টমী উৎসবকে কেন্দ্র করে সমুদ্র শহরে উপচে পড়েছে ভক্ত ও পর্যটকদের ভিড়। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে শনিবার ভোর থেকে ভক্তদের ঢল নামে মন্দির প্রাঙ্গণে।

মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৬টায় মন্দিরের দ্বার খোলার পর সাড়ে ৬টার সময় মঙ্গলারতি অনুষ্ঠিত হয়। এরপর থেকেই শুরু হয় ভক্ত-পর্যটকের অবিরাম আগমন। বেলা ১২টা পর্যন্ত ভোগ মণ্ডপে চলে রাধা-কৃষ্ণের কলস অভিষেক। এই উপলক্ষে ১০৮ পূণ্যতীর্থের জল এনে বিশেষ আচার পালন করা হয়। সকাল থেকেই খোল-করতাল সহযোগে নাম সংকীর্তনে মেতে ওঠেন ভক্তরা।


রথযাত্রার সাফল্যের পর জন্মাষ্টমীও হয়ে উঠেছে দিঘার অন্যতম আকর্ষণ। ইতিমধ্যে প্রায় ২ লক্ষ মানুষের সমাগম হয়েছে বলে জানিয়েছে মন্দির কমিটি। ভিড় সামলাতে প্রশাসনও রেখেছে কড়া নজর।

বিশেষ পুজোর কারণে এদিন মন্দির খোলা থাকবে রাত ১২টা পর্যন্ত। তবে দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত জগন্নাথের বিশ্রামের জন্য মন্দির বন্ধ থাকবে। বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে আরতি, পুজোপাঠ ও নাম সংকীর্তন। রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণের অভিষেক পর্ব। রাত ১১টা ৩০ মিনিট থেকে মধ্যরাত পর্যন্ত নিবেদন করা হবে ৫৬ ভোগ। ঠিক রাত ১২টায় মহাআরতি দর্শন করবেন ভক্তরা।

প্রথম জন্মাষ্টমী উৎসবে দিঘার জগন্নাথ মন্দির এভাবেই ভক্তদের আস্থার এক অনন্য কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here