পর্যটন ব্যবসা চাঙ্গা করতে নতুন কমিটি, কমিটির দায়িত্বতে বাইচুং ভুটিয়া

শিলিগুড়ি: দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে পর্যটন শিল্পকে চাঙ্গা করতে ও পর্যটকদের উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে গঠিত হল Kanchanjangha Region Hospitality and Tourism Development Association। শিলিগুড়ির হিলকাট রোডের একটি বেসরকারি হোটেলে মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় এই কমিটির।

২০২১ সালের কোভিড পরবর্তী সময়ে থমকে গিয়েছিল উত্তরবঙ্গের সহ বিভিন্ন পর্যটনস্থলের পর্যটন ব্যবসা। সেই ব্যবসায় নতুন গতি আনতে উত্তরবঙ্গ, সিকিম, নেপাল ও ভুটানের হোটেল সহ বিভিন্ন পর্যটন ব্যবসায়ীদের যুক্ত করে এই নতুন সংগঠন গঠিত হয়েছে। জানা গেছে মোট ৬২ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করেছে কমিটি, যার মধ্যে রয়েছে ১৩ সদস্যের নির্বাহী কমিটি রয়েছে।

কমিটির মূল উদ্দেশ্য হলো—
পর্যটন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে স্থানীয় প্রশাসন, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রাখা। পর্যটকদের উন্নত মানের পরিষেবা দেওয়া। পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা। পর্যটনকেন্দ্রগুলির প্রচার ও মার্কেটিংয়ের মাধ্যমে পর্যটক আকর্ষণ বৃদ্ধি করা।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই কমিটির সঙ্গে যুক্ত হয়েছে প্রাক্তন ভারতীয় ফুটবল তারকা বাইচুং ভুটিয়া। তাঁর উপস্থিতি কমিটির কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here