শিক্ষকরাই জাতির নির্মাতা — শিলিগুড়িতে শিক্ষক দিবসে ‘নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড ২০২৫’-এ সম্মানিত হলেন বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকারা

যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস উদযাপিত হলো ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ তারিখে শিলিগুড়ির হোটেল মাইলস্টোনে। এই বিশেষ অনুষ্ঠানে শিলিগুড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকমণ্ডলী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সমাজ গঠনে শিক্ষকদের অমূল্য অবদানের স্বীকৃতি জানাতে এবং তাঁদের নিষ্ঠা ও পরিশ্রমকে সম্মান জানাতেই এই আয়োজন।

সভায় উপস্থিত ছিলেন

ক্লাব প্রেসিডেন্ট : রোটারিয়ান জ্যোতি দে সরকার

ক্লাব সেক্রেটারি : রোটারিয়ান ভীম সেন গোয়েল

ক্লাব ট্রেজারার : রোটারিয়ান রাজেশ কুমার আগরওয়াল

প্রকল্প প্রধান : রোটারিয়ান বিকাশ দুংগারওয়াল ও রোটারিয়ান অ্যাডভোকেট বিপুল শর্মা

প্রধান অতিথি : অধ্যাপক ড. দেবব্রত মিত্র, প্রাক্তন উপাচার্য, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়।
তিনি মানসম্মত শিক্ষার গুরুত্ব এবং তা অর্জনে শিক্ষকদের অপরিসীম ভূমিকার কথা তুলে ধরেন।

গেস্ট অব অনার : রোটারিয়ান ক্যাপ্টেন অর্ণব সাহা, সহকারী গভর্নর, জোন ৬, আর. আই. ডিস্ট. ৩২৪০।
তিনি সমাজসেবার প্রয়োজনীয়তা ও শিক্ষার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনের ওপর গুরুত্ব আরোপ করেন।

বিশেষ অতিথি : শ্রী রঞ্জন সরকার, মাননীয় উপ-মেয়র, শিলিগুড়ি পুরনিগম।
তিনি শিক্ষামূলক কর্মকাণ্ডে পুরনিগমের অঙ্গীকারকে পুনরায় ব্যক্ত করেন।

সম্মানিত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়

শ্রী জয়ন্ত চট্টোপাধ্যায়, শিলিগুড়ি নেতাজি হাই স্কুল

শ্রীমতি সুপর্ণা দত্ত, বাগডোগরা বালিকা বিদ্যালয়

শ্রীমতি সীতা রাউথ, শিলিগুড়ি হিন্দি হাই স্কুল (গার্লস)

শ্রী নন্দ কিশোর যাদব, শিলিগুড়ি দেশবন্ধু হিন্দি হাই স্কুল

শ্রী সচিন আগরওয়াল, লার্নার্স নেস্ট, শিলিগুড়ি

শ্রীমতি নমিতা পরিয়ের, কৃষ্ণমায়া মেমোরিয়াল নেপালি হাই স্কুল

শ্রী রাকেশ দাস, সেক্রেড হার্ট স্কুল, শিলিগুড়ি

শ্রী পরঞ্জয় সাহা, নারায়ণা স্কুল, শিলিগুড়ি

শ্রী সন্দীপ ঘোষাল, ব্রাইট একাডেমি, পাঞ্জাবি পাড়া

শ্রী দীপক নেপানে, লিটল অ্যাঞ্জেলস স্কুল

শ্রী শুভজিৎ দেব, দিল্লি পাবলিক স্কুল, ফুলবাড়ি, শিলিগুড়ি

শ্রীমতি অদিতি ঘোষ দাস, একটিয়াসাল তিলেশ্বরি অধিকারী হাই স্কুল, একটিয়াসাল, শিলিগুড়ি

অনুষ্ঠানের সঞ্চালক : রোটারিয়ান শিব শঙ্কর সরকার

এই স্মরণীয় দিনে শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো, আগামী প্রজন্মকে গড়ে তোলার ক্ষেত্রে তাঁদের ভূমিকা অপরিসীম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here