শিলিগুড়ি: একদিকে চলছে নবমীর পুজো, অন্যদিকে সকাল থেকেই শিলিগুড়ির আকাশে ঝমঝম বৃষ্টি। তীব্র তাপদাহের পর বৃষ্টি শহরে শীতলতার পরশ আনলেও পুজো উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
প্যান্ডেল ভিজে যাওয়া কিংবা মৃদু হাওয়ার সঙ্গে কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। উদ্যোক্তাদের মতে, বৃষ্টির কারণে দর্শনার্থীর ভিড়ও কিছুটা কমতে পারে।
তবুও ভক্তির টানে পিছপা হননি শহরবাসী। ছাতা মাথায়, রেইনকোট গায়ে দিয়ে সকালের আলোয় ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন বহু মানুষ। অনেকেই জানিয়েছেন, এই বৃষ্টি উষ্ণ আবহাওয়া থেকে মুক্তি দিলেও ঠাকুর দর্শনকে কিছুটা ব্যাহত করছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিনের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে, ফলে নবমীর উৎসবের আবহে প্রকৃতিও সমানভাবে ছাপ ফেলছে।









































