৩ দিনের উত্তরবঙ্গ সফরে এসে দলত্যাগী সহ শাসক শিবিরকে একহাতে নিলেন দীলিপ ঘোষ।

আবর্জনা যত তাড়াতাড়ি চলে যায়, ততই ভালো। যারা কাজের লোক, তারা বিজেপি ছেড়ে যাবে না।’ উত্তরবঙ্গ সফরে এসেই দলত্যাগীদের উদ্দেশ্যে এভাবেই কটাক্ষ ছুঁড়ে দিলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সম্প্রতি উত্তরের তিন বিজেপি নেতার পদ্ম শিবির ত্যাগ নিয়ে শুরু হয়েছে জল্পনা। সেই বিষয়ে বলতে গিয়েই এই কটাক্ষ করেন তিনি। শনিবার থেকে আগামী ৩ দিনের জন্য উত্তরবঙ্গ সফরে এসেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

 

এদিন কলকাতা থেকে এসে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামেন তিনি। সেখান থেকে তার সোজা জলপাইগুড়ির তিনবিঘা করিডর এলাকায় দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার কথা। এদিন ট্রেন থেকে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ভোট পরবর্তী সময় দলীয় কর্মীরা আক্রান্ত হচ্ছেন, কেউ কেউ আসামে চলে গিয়েছিলেন, সেই সমস্ত কর্মীদের খোঁজ খবর নিতে তাঁর এই সফর।

 

পাশাপাশি পৌর ভোট রয়েছে, সেই সংক্রান্ত বিষয়ে দলীয় কর্মসূচি, রুপরেখা তৈরি করা এবং যেসমস্ত আন্দোলন চলছে, সেই সব কিছুর কারণেই তিনি দলীয় নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করবেন বলে জানান।

 

উত্তরবঙ্গের তিন জন সাংসদের বিজেপি ছেড়ে যাওয়ার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, আর কেউ যাবেন না। যারা যাওয়ার তারা চলে গিয়েছে, বোঝা কমে গিয়েছে আমাদের। আবর্জনা যত তাড়াতাড়ি যায়, ততই ভালো। কোনও কাজের লোক তৃণমূলে যাবে না বলেও দাবী করেন তিনি।

এদিন ভ্যাকসিন দুর্নীতি নিয়েও সরব হন দিলীপ ঘোষ। তিনি বলেন, “আমজনতার জন্য যে ভ্যাকসিন বিনামূল্যে আসছে, তা দিয়েও লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিচ্ছে কেউ কেউ, প্রতারণা করা হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here