পাটনা, ২৩ অক্টোবর:
বিহার কংগ্রেসের ইনচার্জ কৃষ্ণ আল্লাভারু এবং তাঁর দলের বিরুদ্ধে আজ সকাল ১০টা থেকে পাটনার সাদাকাত আশ্রমে অনশন ও ধর্না শুরু হয়েছে। শতাধিক কংগ্রেস কর্মী দাবি তুলেছেন — “বিহার কংগ্রেসকে বিক্রি করে দেওয়া হয়েছে”, তাই ইনচার্জ এবং তাঁর দলকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
প্রতিবাদকারীদের বক্তব্য, এই আন্দোলনের লক্ষ্য বিহার কংগ্রেসকে বাঁচানো এবং দলকে “বন্ধক” থেকে মুক্ত করা। তাঁদের মতে, “যদি ২০২৫ সালে কংগ্রেসকে জিততে হয়, তবে কৃষ্ণ ও তাঁর দলকে সরাতেই হবে।”
এআইসিসি সদস্য ও প্রাক্তন মুখপাত্র আনন্দ মাধবের নেতৃত্বে এই অনশন চলছে। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন খাগড়িয়ার বিধায়ক ছত্রপতি যাদব, গজানন্দ শাহী (মুন্না শাহী), সুধীর কুমার (বান্টি চৌধুরী), মধুরেন্দ্র সিং, রাজ কুমার রাজন, কায়সার খান, নগেন্দ্র পাসওয়ানসহ বহু নেতা-কর্মী।
নেতারা অভিযোগ করেছেন, ইনচার্জ ও তাঁর দলের রাজনৈতিক বিচক্ষণতা ও সততার অভাবেই বিহারে দল দুর্বল হয়েছে। তাঁদের মতে, “ক্ষতি নিয়ন্ত্রণ তখনই সম্ভব, যখন বিপর্যয় দূর হবে।”
অন্যদিকে, সভাপতি রাজেশ রাম ও বিধানসভার নেতা শাকিল খানেরও সমালোচনা করেছেন তাঁরা। দাবি, তাঁদের উচিত নিজের নির্বাচনের দিকে মনোযোগ দেওয়া এবং সংগঠনের কাজের ভার অন্যের হাতে দেওয়া।
প্রতিবাদকারীরা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে বিহার কংগ্রেসের বর্তমান পরিস্থিতি জানাতে চান। আনন্দ মাধব বলেন, “দাবি না মানা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।”












































