উত্তরবঙ্গে ৭ দিনের সফরে এলেন রাজ্যপাল জাগদীপ ধনকর

উত্তরবঙ্গে সাত দিনের সফরে কলকাতা বিমানবন্দরে রাজ্যের রাজ্যপাল জাগদীপ ধনকার।

ইতিমধ্যেই বাংলা ভাগ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপির একপক্ষের থেকে আর এক পক্ষ বলছে বাংলা ভাগ করতে চাইনা। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যপাল জাগদীপ ধনকার, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিন সাড়ে বারোটায় কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে উত্তরবঙ্গ গেলেন রাজ্যপাল। সেখানে এক সপ্তাহ তিনি উত্তরবঙ্গে থাকবেন।

জানা গিয়েছে, বাগডোগরা বিমানবন্দর পৌঁছে কালিম্পং হয়ে দার্জিলিঙে যাবেন রাজ্যপাল। বাগডোগরায় সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে তার। কিন্তু কেন হঠাৎ এই সফর তা তিনি জানাননি। ওখানে গিয়ে যদি পৃথক গোর্খাল্যান্ডের কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে কোন মন্তব্য করেন তাহলে বোঝা যাবে কেন্দ্রীয় সরকারের অবস্থান বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here