করোনা মহামারীর ফলে এবার চিন্তার ভাঁজ শোলার মালা তৈরির কারিগরদের। শিলিগুড়ি মধ্য শান্তিনগরের বাসিন্দা বাদল ভৌমিক প্রায় ২০ বছর ধরে শলার মালা শিল্পের সাথে যুক্ত। সামনে বাঙালির উৎসব মরসুম, কি করবেন বুঝে উঠতে পারছেন না। এই সময় চরম ব্যস্ত থাকে শোলার মালা সহ অন্যান্য সরঞ্জাম বানাবার কাজে। বাদল বাবু জানান তার কাছে প্রায় ৩০-৩৫ জন কারিগর কাজ করেন এবং তাদের হাতের তৈরী শোলার মালা উত্তরবঙ্গের বিভিন্ন ব্যবসায়ীরা নিয়ে যান। এ বছর করোনা মহামারীর জন্য মালা তৈরী বন্ধ এবং নষ্ট হচ্ছে মালা তৈরির সরঞ্জাম । তিনি আরও জানান, “আমাদের লক্ষ্য থাকে দূর্গা পূজা ও কালি পূজা, এবার যা দেখছি এবছর পূজা হবে কিনা সেটাই ভেবে পাচ্ছি না।”
সব শেষে বাদল ভৌমিকের কথায় একটা বিষয় উঠে আসে করোনা মুক্ত হয়ে সমাজ যদি স্বাভাবিক হয় এবং এবার পূজার মরশুম যদি স্বাভাবিক হয় তাহলে গরীব কারিগর গুলো একটু টাকা পেয়ে তাদের জীবন ভালোভাবে অতিবাহিত করতে পারবে।









































