করোনা পরিস্থিতি সংক্রান্ত নানা গাফিলতির অভিযোগ জানিয়ে দার্জিলিং জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি দিলেন প্রদেশ কংগ্রেস নেতা সুজয় ঘটক

বর্তমানে করোনা আবহে দার্জিলিং জেলা তথা শিলিগুড়ি জুড়ে সংক্রমণের সংখ্যা বাড়ছে দিন দিন মৃত্যুর হারও তুলনামূলক বেড়েই চলেছে এমনই দাবি জানান কংগ্রেস নেতা সুজয় ঘোষ। সেই নিরিখে চিকিৎসা ব্যবস্থার গাফিলতি বারবারই নজরে আসছে। কখনও রিপোর্ট পেতে দেরি আবার কখনও নার্সিংহমে বেডের অভাব। এই সব কারণে মানুষের মধ্যে অযথা আতঙ্কের সৃষ্টি হচ্ছে। এছাড়াও গাফিলতির কারণে হোম করেনটাইনে থাকা মানুষ গুলিও হয়রানির শিকার হচ্ছে।

এই সব দিক লক্ষ্য করেই আজ প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক সুজয় ঘটক মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ৯ দফা দাবি নিয়ে চিঠি দেন এবং চিঠিতে তিনি দার্জিলিং জেলার করোনা পরিস্থিতি মোকাবিলায় কিছু দাবী জানান দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে। সহযোগী ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের দার্জিলিং জেলার বহু সমর্থকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here