শিলিগুড়ি: মায়ের মর্তে আগমনে আর মাত্র ৫দিন বাকি।
ইতিমধ্যেই জোর কদমে চলছে পুজো প্রস্তুতি। মণ্ডপ তৈরিতে কোনোরকম খামতি রাখছেন না পুজো কমিটিগুলি। এক কথায় বলতে গেলে কোমর বেঁধে নেমেছে উদ্যোক্তারা,জোর কদমে চলছে পুজো প্রস্তুতি।
ঠিক তেমনি এবার ৪১তম বর্ষে পা শিলিগুড়ির অন্যতম জাতীয় শক্তি পাঠাগারের পূজা কমিটির দুর্গাপুজো। এবারে তাদের থিম “বুদ্ধিময় ধরনীর রূপকথা”। যা দেখার জন্য ভিড় জমাবেন শহরবাসী বলে আশাবাদী উদ্যোক্তারা পাশাপাশি আলোকসজ্জা থাকছে প্রতিবারের মত বেশ ভালো। এছাড়াও জানা যায় প্রতিমাসজ্জাও থাকতে চলছে বিশেষ চমক।
পাশাপাশি পুজোচলাকালীন থাকছে একাধিক সামাজিক উদ্যোগ এবং সংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও জাতীয় শক্তি পাঠাগার পূজা কমিটির সম্পাদক সুরজিৎ ঘোষ জানান ১৮ অক্টোবর চতুর্থীর দিন পুজো মণ্ডপের উদ্বোধন করা হবে।