দার্জিলিং মেলে বিধায়কের দুটি মোবাইল চুরি, অভিযোগ জিআরপিতে!

রাজগঞ্জ,শিলিগুড়ি: দার্জিলিং মেলে সফরকালে রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের দুটি মোবাইল চুরি হয়ে গেল। রাতে শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে রওনা দেওয়া দার্জিলিং মেলের এসি ফার্স্ট ক্লাস কামরা (AC-E) থেকেই চুরি যায় মোবাইল দুটি।

জানা গেছে, তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠান উপলক্ষে বিধায়ক খগেশ্বর রায় কলকাতায় গিয়েছিলো। সেখান থেকে ফেরার পথে বুধবার রাতে দার্জিলিং মেলে ওঠেন তিনি। অভিযোগ, রাত আড়াইটে নাগাদ রামপুরহাট ও পাকুড় স্টেশনের মাঝামাঝি সময় তিনি শৌচালয়ে যান। সেই সময় তাঁর মোবাইল দুটি শয্যার ওপরেই ছিল। ফিরে এসে দেখেন, মোবাইল দুটি নেই।

ঘটনার পরেই তিনি রেল পুলিশকে বিষয়টি জানান। ট্রেনে তল্লাশি চালানো হলেও মোবাইলের হদিস মেলেনি। বৃহস্পতিবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে তিনি জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বিধায়কের কথায়, “চারবারের তৃণমূল বিধায়ক। বহুবার ট্রেনে যাতায়াত করেছি। কিন্তু এমন অভিজ্ঞতা কখনও হয়নি। বিষয়টি রেল পুলিশের নজরে এনেছি।”

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ট্রেনের নির্দিষ্ট কামরার সিসিটিভি ফুটেজ যাচাই করে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here