আজ কোচবিহার সফরে এলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখর। এদিন সকালে তিনি হেলিকপ্টারে করে কোচবিহারে বিমান বন্দরে অবতরণ করেন।
জানা গিয়েছে কোচবিহারে এসেই তিনি প্রথমে রাসমেলা ময়দান সংলগ্ন ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন তারপর সেখান থেকে সস্ত্রীক মন্দিরে পুজো দেন। এছাড়াও কথা বলেন মদনমোহন মন্দির এ আসা দর্শনার্থীদের সাথে। এরপর তিনি সেখান থেকে কোচবিহার রাজবাড়ি পরিদর্শন করে কোচবিহার সার্কিট হাউসে ফেরেন।
রাজ্যপালের সঙ্গে কোচবিহারের মদনমোহন মন্দির এ উপস্থিত ছিলেন কোচবিহার সাংসদ নিশীথ প্রামানিক।