মহিলা টোটো যাত্রীর থেকে বর্ধমান রোডে লক্ষাধিক টাকার অলংকার ছিনতাই

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার অন্তর্গত বর্ধমান রোডে মহিলার থেকে অলংকার ছিনতাই। ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার। রাজীব নগরের বাসিন্দা প্রীতি প্রসাদ ও তার পরিবারের সদস্যরা কাল টোটো করে বর্ধমান রোডে একটি ভবনে বিয়ের অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিলেন। সেসময় টোটোর পিছু করে একটি স্কুটিতে আসে দুষ্কৃতীরা। তারপর সুযোগ বুঝে প্রীতি প্রসাদের ব্যাগ টান দেয় দুষ্কৃতীরা। তখনই রাস্তায় পড়ে যান তিনি। সেই সুযোগেই ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ব্যাগের মধ্যে লক্ষাধিক টাকার সোনার অলঙ্কার ও কিছু নগদ টাকাও ছিল বলে জানা গেছে সূত্রে। মহিলাকে পড়ে যেতে দেখেই এলাকার যুবকেরা ছুটে আসেন।

যদিও ততক্ষণ ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া ফাঁড়ির পুলিশ ছুটে চলে আসে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিশেষ বিভাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here