অন্ধ ভিখারীর ঘরে চুরির ঘটনায় ছড়ালো চাঞ্চল্য

অন্ধ ভিখারির ঘরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি সদর ব্লকের রাণীনগর এলাকায়। বাড়িতে থাকেন দুই ভাই, বোন। তারা দুজনেই অন্ধ। চোখে দেখতে পান না। বিভিন্ন স্টেশনে ও ট্রেনে ভিক্ষা করে খান। তাদের বাড়ির দরজা ভেঙে দুষ্কৃতীরা লুঠ‌ করে নিয়ে গেল সর্বস্ব।

সারা জীবন ভিক্ষা করে যেটুকু সম্বল জোগাড় করে রেখেছিলেন তার সবটাই নিয়ে যআয় চোরের দল। চাঞ্চল্যকর এই ঘটনায় রীতিমতো অবাক স্থানীয় মানুষ। কিভাবে দুজন‌ অসহায় মানুষের ঘরে ঢুকে‌ দুষ্কৃতীরা সর্বস্ব চুরি করে পালালো তা ভেবে পাচ্ছেন না কেউ। এই ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা।

ভিখারির ঘরে চুরির ঘটনা খুব কম‌ই শোনা যায়। জানা গেছে নগদ টাকা সহ বেশ কিছু সামগ্রী চুরি গিয়েছে। ইতিমধ্যেই স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে এই ঘটনা। তার‌ই পরামর্শে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ জানিয়েছেন অন্ধ ভিখারী দুই ভাই-বোন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here