বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, শিক্ষক নিয়োগে কালই বিজ্ঞপ্তি, ইন্টারভিউ ১০ জানুয়ারি

বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, শিক্ষক নিয়োগে কালই বিজ্ঞপ্তি, ইন্টারভিউ ১০ জানুয়ারি! ভোটের আগে শিক্ষক নিয়োগ থেকে বদলি, সমস্ত কাজ সেরে ফেলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর নবান্নের সাংবাজিক বৈঠক থেকে শিক্ষক বদলি ও প্রাইমারি স্কুলে সাড়ে ষোল হাজার প্রার্থী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকে সাড়ে ষোল হাজার শূন্যপদে নিয়োগ হবে। আগামীকাল প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। ২০২১-এর ১০ থেকে ১৭ জানুয়ারি নেওয়া হবে ইন্টারভিউ ।

এর পর যত শীঘ্র সম্ভব নিয়োগ সংক্রান্ত প্যানেল তৈরি করা হবে। ৩১ জানুয়ারি তৃতীয় টেট পরীক্ষা অফলাইনে নেওয়া হবে বলেও জানান তিনি। আড়াই লক্ষ প্রার্থী পরীক্ষায় বসবেন।
অন্যদিকে, প্রাথমিক শিক্ষকদের নিজ জেলায় বদলির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে সমস্যা রয়েছে বিষয়কে কেন্দ্র করে। কোনও জেলায় কোনও নির্দিষ্ট বিষয়ে নির্দিষ্ট সংখ্যক শিক্ষক রয়েছেন। আবার কোনও জেলায় কোনও একটি বিষয়ে শিক্ষক নেই। যিনি যে বিষয় নিয়ে পাশ করেছেন, তার নিরিখে শূন্য স্থান দেখে বদলির বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ফাঁকা না থাকলে ব্যবস্থা করা সম্ভব নয়। তবে তাঁদের জন্য কী ব্যবস্থা করা হবে, সেই বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে।

তিনি জানান, শিক্ষকদের বাড়ির কাছে বদলির জন্য ১০ হাজার ১৬৩টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ৬ হাজারেরও বেশি শিক্ষকের নিজ জেলার বদলির অর্ডার হয়ে গিয়েছে। ৬৪ শতাংশ শিক্ষক বদলির অর্ডার পেয়ে গিয়েছেন। তাঁর কথায়, কলকাতা বা কলকাতার কাছাকাছি সকলেই আসতে চায়। এর ফলে জেলা ফাঁকা হয়ে যাবে। তাই ভারসাম্য রেখে ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী জানান, সেকেন্ডারি স্তরে মিউচুয়াল ট্রান্সফারের আবেদন জমা পড়েছিল ৪ হাজার ৫৯৪টি। এর মধ্যে ৪ হাজার ৪৯০ জনেরই বদলির অর্ডার হয়ে গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here